ঢাকা, মঙ্গলবার   ১৭ ডিসেম্বর ২০২৪

ট্রুডোর সঙ্গে মতবিরোধ, কানাডা ডেপুটি প্রধানমন্ত্রীর পদত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২০, ১৭ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে মতবিরোধের কারণে কানাডার ডেপুটি প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগ করেছেন। এ ঘটনায় ট্রুডোর সঙ্গে ফ্রিল্যান্ডের যে দ্বন্দ্ব তা প্রকাশ্যে এলো। 

সোমবার (১৬ ডিসেম্বর) অর্থমন্ত্রীর পদ থেকেও পদত্যাগ করেছেন ফ্রিল্যান্ড। 

সম্প্রতি মার্কিন নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন যে ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই তিনি কানাডা থেকে আমদানিকৃত সকল পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। এমন হুমকির পর দ্রুত যুক্তরাষ্ট্রে আসেন ট্রুডো। তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করেন। 

পদত্যাগপত্রে ফ্রিল্যান্ড লিখেছেন, আজকে আমাদের দেশ গভীর চ্যালেঞ্জের মুখোমুখি। কানাডাকে এগিয়ে নেওয়ার ব্যাপারে ট্রুডোর সঙ্গে মতবিরোধ রয়েছে বলে চিঠিতে উল্লেখ করেন তিনি।

ফ্রিল্যান্ড বলেছেন, ট্রাম্পের শুল্ক নিয়ে হুমকি গুরুতরভাবে নেওয়া উচিৎ। তিনি সতর্ক করে বলেছেন, ট্রাম্পের এমন সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কযুদ্ধ শুরু হতে পারে। 

ডালহাউস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লরি টার্নবুল বলেছেন, ফ্রিল্যান্ডের পদত্যাগ পুরোপুরি একটি বিপর্যয়। এর মানে হচ্ছে ট্রুডোর মধ্যে আত্মবিশ্বাসের অভাব আছে এবং এর ফলে প্রধানমন্ত্রী হিসেবে ট্রুডোর টিকে থাকা অনেক কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি।

গত সপ্তাহে জাস্টিন ট্রুডো ফ্রিল্যান্ডকে জানিয়েছিলেন, তাকে সরকারের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টার পদে আর দেখতে চান না। এ জন্যই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ফ্রিল্যান্ড।

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার অর্থমন্ত্রীর একটি নীতি নিয়ে বিরোধ দেখা দেয় বলে জানা গেছে। নাগরিকদের ১৭৫ মার্কিন ডলারের চেক দেওয়ার একটি সিদ্ধান্তে জাস্টিন ট্রুডোর সঙ্গে তার মতবিরোধ।

এদিকে, সাম্প্রতিক বিভিন্ন জরিপে ট্রুডোর প্রতি জনসমর্থন কমেছে, নিজ দলে বেড়েছে তার বিরোধিতা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিকে বাণিজ্য যুদ্ধের হুমকি দিয়ে রেখেছেন। এমন পরিস্থিতিতে ফ্রিল্যান্ড পদত্যাগের ঘোষণা দিলেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি